ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ডাকাতির চেষ্টাকালে আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
রাজশাহীতে ডাকাতির চেষ্টাকালে আটক ১

রাজশাহী: রাজশাহী নগরের একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকাল নাসিম উদ্দিন নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে নাসিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর সাগরপাড়া বটতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নাসিম রাজশাহী নগরের ভাটাপাড়া এলাকার বাসিন্দা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, ধারালো অস্ত্র নিয়ে তিন সদস্যের একটি ডাকাত দল নগরের রেশমপট্টি এলাকার সাদেকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। ওই বাড়িতে দু’জন বয়স্ক নারী-পুরুষ ছিলেন। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে ধাওয়া নাসিমকে আটক করে থানায় খবর দেয়। পরে নাসিমকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।