সিলেট: সিলেটে তেলভর্তি ট্রেনের লরির একটি বগির লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে সিলেট জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেলের খালি ট্যাঙ্কলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশন এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। যদিও সিলেট অভিমুখী ট্রেনগুলো ভোরে যথাসময়ে পৌঁছেছে। তবে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর সোয়া ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্ব হবে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০/আপডেট: ১০০১ ঘণ্টা
এনইউ/এএটি