ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউএনও লাঞ্ছনা: বেড়া পৌর মেয়র বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ইউএনও লাঞ্ছনা: বেড়া পৌর মেয়র বরখাস্ত বেড়া পৌর মেয়র মো. আব্দুল বাতেন

ঢাকা: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিতের ঘটনায় পাবনার বেড়া পৌরসভার মেয়র মো. আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

 

এতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর বেড়া উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালীন পৌর মেয়র আব্দুল বাতেন বেড়া ইউএনওকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

বিষয়টি তদন্ত করে পাবনা জেলা প্রশাসন প্রতিবেদনে বলছে, তার এমন শিষ্ঠাচার বহির্ভূত ও বেআইনি কর্মকাণ্ড অসদাচরণের শামিল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী মেয়র পদ থেকে আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হলো।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।