হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অনুমতি ছাড়া চলাচল করা অবৈধ যানবাহন বন্ধের দাবিতে হবিগঞ্জে বাস মালিক সমিতি ও মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাক দেওয়া ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক হয়।
বৈঠকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস ও মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সজীব আলী, বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মালিক-শ্রমিক নেতারা জানিয়েছেন, বৈঠকে প্রশাসন উচ্চ আদালতের আদেশ অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), হিউমেন হলার ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে মালিক-শ্রমিকরা দ্বিতীয় দফার বৈঠকে বসলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিক শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এরপর তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অনুমতি ছাড়া চলাচল করা অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেয় বাস মালিক সমিতি ও মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এতে দিনভর দুর্ভোগ পোহান প্রায় ২০ হাজার যাত্রী। দুই কোটিরও বেশি টাকার লোকসান গুণে পরিবহন মালিক ও শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরবি/