ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরের পদ্মা নদী থেকে ২৫ জেলে আটক, জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
শিবচরের পদ্মা নদী থেকে ২৫ জেলে আটক,  জাল জব্দ প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এসময় ২ লাখ ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

উদ্ধার করা হয় ৩০ কেজি মা ইলিশ।  

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে শিবচরের পদ্মা নদীতে অভিযান চালায় জেলা ও উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ইলিশ শিকারে নিয়োজিত থাকায় ২৫ জেলেকে নদীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। নদী থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল।  

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মঙ্গলবার রাতে আমাদের অভিযানে ২৫ জন জেলে আটক হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।