ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

আদালতে মিথ্যা মামলা, বাদীকে গ্রেফতারের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আদালতে মিথ্যা মামলা, বাদীকে গ্রেফতারের নির্দেশ আদালতে মিথ্যা মামলা, বাদীকে গ্রেফতারের নির্দেশ

রাজশাহী: জাল দলিল ব্যবহার করে রাজশাহীর মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি। আদালতের বিচারক আদেশ লেখার সময় জাল দলিলগুলো সনাক্ত করেন।

পরে মিথ্যা ও বিরক্তিকর মামলা দায়ের করায় ২০ হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দেন আদালত।  

এছাড়া আদালত স্বপ্রণোদিত হয়ে সিরাজুল ইসলামের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।  

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালত মামলাটি আমলে নিয়ে আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতের ৮২/১৩ নম্বর মামলায় বাদী সিরাজুল ইসলাম ৩টি জাল দলিল উপস্থাপন করে মামলা দায়ের করেন। এ অপরাধে মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ এমএ সাঈদ শুভ স্বপ্রোণোদিত হয়ে তার বিরুদ্ধে এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতে মামলা দায়ের করার নির্দেশ দেন।

এছাড়াও বাদীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত ক্ষতিপূরণের অর্থ মামলার বিবাদীকে দেওয়ার নির্দেশ দেন।

জানতে চাইলে মোহনপুর সিনিয়র সহকারী জজ আদালতের নাজির মিঠু মণ্ডল বাংলানিউজকে বলেন, আদালতের নির্দেশে জাল দলিল উপস্থাপন করায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালত মামলাটি আমলে নিয়েছেন। এ সময় আদালত আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।