ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেফতার

সিলেট: রায়হান হত্যা মামলায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই দিনে রিমান্ডে থাকা কনস্টেবল টিটু চন্দ্র দাসের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে রায়হানের ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর রহমান পিবিআই অফিসে হাজির হলে সন্দিগ্ধ হিসেবে তাকে আটক রেখে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগ করেছিলেন শেখ সাইদুর রহমান। এ কারণে রায়হানকে পুলিশ ধরে এনে নির্যাতন করে। এ জন্য তাকেও গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল টিটুকে পাঁচ দিনের রিমান্ড শেষে রোববার তাকে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।