ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে খিলক্ষেত রেলক্রসিং এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাজমুল। তিনি একজন ব্যবসায়ী। তার নামটা শুধু জানতে পেরেছি। আশেপাশের লোকজনের কাছে জানা যায়, মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁট ছিলেন নাজমুল।  

তিনি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ এখনও ঘটনাস্থলে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।