ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যা: দণ্ডপ্রাপ্ত তিন আসামি বরিশাল কারাগারে 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
রিফাত হত্যা: দণ্ডপ্রাপ্ত তিন আসামি বরিশাল কারাগারে  আসামিদের বরিশাল কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে উঠানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টা ১৫ মিনিটে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি বিশেষ প্রিজনভ্যান ওই তিন আসামিকে নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে।

 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাহেআলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে তারা হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান। ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর দুই সহোদর মো. রাকিবুল হাসান রিফাত ফরাজী ও মোহাইমিনুল ইসলাম শিফাতের বিরুদ্ধে বরগুনায় অন্য মামলা চলমান থাকায় তাদের বরগুনা জেলা কারাগারে রাখা হয়েছে।

এদিকে এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

কারা সূত্র জানায়, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিদের রাখার যথাযথ ব্যবস্থা অভাব রয়েছে। এ কারণে ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন পুরুষ আসামিকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন আদালত। বাকি চার জনকে দেওয়া হয় বেকসুর খালাস। এরপর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা বরগুনা কারাগারে ছিলেন। তাদের মধ্য থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিন্নিকে কাশিমপুরে এবং শুক্রবার অপর তিনজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর দুই সহোদর মো. রাকিবুল হাসান রিফাত ফরাজী ও মোহাইমিনুল ইসলাম শিফাতকে রাখা হয়েছে বরগুনা জেলা কারাগারে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের প্রধান ফটক এলাকায় রিফাত শরীফকে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় রিফাত শরীফকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিফাত শরীফকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি দেশব্যাপী আলোচিত হয়।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।