ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ পেলেন যারা পুরস্কার বিতরণ/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ১৪ ক্যাটাগরিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন সাংবাদিক।  

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ পুরস্কার দেওয়া হয়।

 

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার আবু সালেহ রনি, শিক্ষা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেস এর নিউজ কনসালটেন্ট রায়হান এম চৌধুরি, স্বাস্থ্য ক্যাটাগরিতে দৈনিক কালের কণ্ঠের আরিফুর রহমান, অনুসন্ধানী রিপোর্টের জন্য প্রথম আলোর কামরুল হাসান, অর্থ-বাণিজ্যে দৈনিক ভোরের কাগজের মরিয়ম সেঁজুতি, সেবা খাতে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, ক্রীড়া ক্ষেত্রে নয়া দিগন্ত পত্রিকার রফিকুল হায়দার ফরহাদ, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মনোয়ার হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক রিপোর্টের জন্য দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে।

টেলিভিশন ও রেডিও শাখায় যারা পুরস্কার পেলেন- সেবা খাতে বিজয়ী হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মাকসুদুন নবী, উন্মুক্ত অনুসন্ধানী শাখায় যৌথভাবে বিজয়ী হন যমুনা টেলিভিশনের আলাউদ্দিন আহমেদ অপূর্ব এবং কাজী ইমতিয়াজ আল মমিন, অর্থ ও বাণিজ্য বিষয়ে পুরস্কার পান এনটিভির হাসানুল আলম শাওন, স্বাস্থ্যখাতে যমুনা টেলিভিশনের সাজ্জাদ পারভেজ, নারী ও শিশু ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন নিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান শ্রাবণ।

‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক হেলীমুল আলম বিপ্লব।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।