ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

রাজশাহী: প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রাজশাহী বিভাগে পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি আগামী ১ নভেম্বরের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।  

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির কার্যনির্বাহী পরিষদের সঙ্গে প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক ও শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন। তারা জটিলতা নিরসনে তাদের প্রস্তাবিত আট দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

আলোচনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার তাদের দাবিগুলাে পর্যায়ক্রমে সমাধানের মৌখিক আশ্বাস দিলে উত্তরাঞ্চলে আগামী ১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খন্দকার, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল, পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর প্রমুখ।

আট দফা দাবির মধ্যে রয়েছে- রাজশাহী বিভাগের আটটি জেলায় অনিয়মতান্ত্রিকভাবে যেসব বিআরটিসি চলাচল করছে তা বন্ধ করতে হবে। বিআরটিসির নামে ব্যক্তি মালিকানায় চলাচলরত সব বাস বন্ধ করতে হবে। বিআরটিসির লিজ প্রথা বাতিল করতে হবে। সড়ক, মহাসড়ক, আঞ্চলিক সড়কে চলাচলরত ইজিবাইক, ভটভটি, থ্রি-হুইলার অটোরিকশা, অটোটেম্পু এবং সব শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং সড়ক ও মহাসড়কে বাস, ট্রাক থেকে অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad