ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সালিশ বৈঠকে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলাটিপে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
সালিশ বৈঠকে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলাটিপে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে সালিশি বৈঠকে আব্দুল লতিফ (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুক্তিযোদ্ধার ছোট ভাই আব্দুর রৌফ খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৯) অক্টোবর পুকুরের মাছ নিয়ে স্থানীয় সন্ত্রাসী পরি, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজের সঙ্গে আব্দুল লতিফের কথাকাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সালিশি বৈঠক চলকালে পরি, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজ আব্দুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে ধরে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানী ইউপি সদস্য শাহজাহান খান বাংলানিউজকে জানান, বিষয়টি মিমাংসার জন্য তার বাড়িতেই সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই এক পক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেন।  

এ সময় তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।