ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলায় ইলিশ ধরার দায়ে ১৩ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ভোলায় ইলিশ ধরার দায়ে ১৩ জেলের জেল-জরিমানা ভোলার মানচিত্র

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় ১৩ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে সাত জনের এক বছর করে কারাদণ্ড ও ছয় জনের পাঁচ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত আটকদের এ জেল ও জরিমানা করা হয়।  

এদের মধ্যে লালমোহন থেকে আটক পাঁচ ও দৌলতখান থেকে আটক দুই জনকে কারাদণ্ড এবং চরফ্যাশন, লালমোহন ও দৌলতখান থেকে আটক ছয় জেলেকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ২১ হাজার মিটার কারেন্ট জাল ও ৯১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮টি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ১৩ জনের জেল ও জরিমানা করা হয়।

তিনি জানান, গত ১৮ দিনে এ পর্যন্ত ৪৯৭ জনের জেল-জরিমানা করা হয়েছে। যার মধ্যে ৩০৯ জনের কারাদণ্ড ও ১৮৮ জনের জরিমানা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যবিভাগ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।