ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওয়েবসাইট হ্যাকিংয়ে ভারতীয় হাইকমিশনের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ওয়েবসাইট হ্যাকিংয়ে ভারতীয় হাইকমিশনের নিন্দা

ঢাকা: পাল্টাপাল্টি ওয়েবসাইট হ্যাকিংয়ে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই নিন্দা জানায়।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ‘আমরা অত্যন্ত আক্ষেপের সাথে লক্ষ্য করছি যে ভারতীয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা কিছু গোষ্ঠী সর্বসাধারণ ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিং করছে। এটি স্পষ্টতই কিছু বিভ্রান্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত নিন্দনীয় কাজ।

হাইকমিশন, ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ওপর এইরূপ আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা আমাদের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং আত্মীয়তার গভীর বন্ধনে আমাদের বিশ্বাসকে পুনরায় ব্যক্ত করছি। ’

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।