ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে বন্যপাখি শিকারের দায়ে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ডোমারে বন্যপাখি শিকারের দায়ে ৩ জনের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর ডোমারে বন্যপাখি শিকারের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

শনিবার (৩১ অক্টোম্বর) বেলা ১১টার দিকে ৩ জন শিকারি গ্রামের বিভিন্ন এলাকা থেকে বন্যপাখি শিকার করার সময় বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমসহ অন্য কর্মচারীরা তাদের বোড়াগাড়ী নদীর পাড় থেকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১৫টি বক ও ছয়টি ডাহুক পাখি উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ শিকারিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়ী ডাঙ্গা এলাকার মৃত কাল্টু মামুদের ছেলে ইউনুছ আলী (৪৮) ও তার ছেলে মহসীন আলী (২০), সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পাটাকাটা গ্রামের শহীদ ইসলামের ছেলে আনোয়ার হোসেন সাগর (৩০)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad