ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাছের ঘের থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের নুরনবীর মাছের খামার থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ১০টা থেকে ওই শিশু নিখোঁজ ছিল। মৃত শিশু শাবনুর (৭) একই এলাকার রাজুর মেয়ে।

জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু শাবনূর ঘেরের পানিতে পড়ে ডুবে যায়। দুপুর ১টার দিকে শাবনূরকে ঘেরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকরে কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরক্লার্ক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজ উদ্দিন বিয়ষটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।