ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ২২ জেলের কারাদণ্ড, ১ লাখ মিটার জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
বরিশালে ২২ জেলের কারাদণ্ড, ১ লাখ মিটার জাল ধ্বংস

বরিশাল: বরিশালে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১ লাখ মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২২ জনকে কারাদণ্ড ছাড়াও জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেইসঙ্গে জব্দ করা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ৪০১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬১ জনকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়ে ২৫ লাখ ২৫ হাজার মিটার জাল বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।