ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী: হেরিটেজ রাজশাহীর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধি সমাবেশ ও প্রকাশনা পরিচয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আলুপট্টি মোড়ে দৈনিক বার্তা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি তার বক্তব্যে হেরিটেজ রাজশাহীর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, রাজশাহীর প্রকৃত ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে হেরিটেজ রাজশাহী যেভাবে গবেষণা করে যাচ্ছে তা প্রশংসনীয়।  
 
সুধি সমাবেশে সভাপতিত্ব করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু অনুষ্ঠানে হেরিটেজ রাজশাহীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকাশনা সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সরওয়ার জাহান সজল, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার রাশিদুল হাসান, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।