লালমনিরহাট: লালমনিরহাটের চরাঞ্চলে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। তার নাম শাহিনা বেগম (৪০)।
শনিবার (০৭ নভেম্বর) সকালে জেলা সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার পাকারমাথা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পাকারমাথা এলাকায় তিস্তা নদীর বালু
চরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে বিকেলে আত্মীয়-স্বজনরা থানায় গিয়ে মরদেহটি শাহিনার বলে শনাক্ত করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, সালোয়ার-কামিজ পড়া ওই নারীর গলায় ওড়না ও রশি পেঁচানো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্তের পরে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
** লালমনিরহাটে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
আরএ