ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিশু জুবাইরের বিরুদ্ধে শ্রম আইনের মামলা প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
শিশু জুবাইরের বিরুদ্ধে শ্রম আইনের মামলা প্রত্যাহার

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার পূর্বপুঠিয়া পাড়া গ্রামের আট বছরের শিশু জুবাইর আহমেদ ও তার বাবা জোনাব আলী মন্ডলের বিরুদ্ধে শ্রম আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বাদী। মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে লিখিত আবেদন জানালে শ্রম আদালতের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) গোলক চন্দ্র বিশ্বাস তা মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, পবা উপজেলায় পৌর মার্কেটে ‘জে বার্মিজ সুজ’ নামে জুতার দোকানে প্রোপাইটারের পাশে জুবাইরের বাবা শখ করেই নাম লিখেছিলেন ছেলের। গত বছরের ২০ সেপ্টেম্বর শুক্রবার দোকান বন্ধ না রাখার কারণ দেখিয়ে শ্রম আইন ২০০৬-এর ৩০৭ ধারা লঙ্ঘনের অপরাধে জুবাইর ও বাবার বিরুদ্ধে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়।

৫ মাস পর পাওয়া সে মামলার সমনে দেখা যায়, আসামি হয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুবাইর। শিশুটির পরিবার জানায়, নিজ দোকানে শখের বসে ছেলের নাম লিখেই পড়েন বিপাকে।

মামলা দায়েরের পর প্রথমে এ বছরের ২৫ মার্চ ও ২০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে শ্রম আদালত। তাতে শিশুটির আদালতে হাজিরা দিতে যাওয়া নিয়ে বিব্রত তার পরিবার। ভুক্তভোগী শিশু জুবাইর বলে, আমাকেও কোর্টে যাওয়া লেগেছে। সবাই আমাকে দেখে হাসছিলো।

পরবর্তীতে শিশু জুবাইয়েরের মামলার পরবর্তী শুনানি ৮ নভেম্বর নির্ধারণ করেন আদালত। কিন্তু ওইদিন ফুলকোর্ট রেফারেন্সের জন্য আদালত হয়নি। ৮ নভেম্বরের আগেই বাদী মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত আবেদন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।