ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশা যাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশা যাত্রীর

রাজশাহী: রাজশাহী মহানগরের দাশপুকুর এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আরও দু’জন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তবে হতাহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।  

এদিকে ঘটনাস্থলে গিয়ে মহানগরের রাজপাড়া থানা পুলিশ যাত্রীবাহী বাসটিকে জব্দ করেছে। হতাহতদের মধ্যে নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৪০ বছর। এছাড়া আহত দু’জনই নারী। তাদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর। অপর জনের বয়স প্রায় ২৫ বছর।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বাংলানিউজকে জানান, সকালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদগামী মাসুম পরিবহন নামে একটি বাস দাশপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও তিন থেকে চারজন যাত্রী। এর মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান রাজপাড়া থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।