ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনায় আক্রান্ত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনায় আক্রান্ত  আসাদুজ্জামান খান কামাল এবং মোস্তাফা কামাল উদ্দীন (ডানে)

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এ মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনায় আক্রান্ত হয়েছেন।
 
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, মন্ত্রী ও সচিবের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসেছে।

তবে তাদের কোনো উপসর্গ নেই। তারা দু’জনেই বাসায় আছেন। ভালো আছেন।
 
প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাধ্যবাধকতা থাকায় শনিবার তারা নমনা পরীক্ষা করতে দেন জানিয়ে তিনি বলেন, রাতে তাদের ফল পজেটিভ আসে।
 
তবে আবার পরীক্ষার জন্য তাদের নমুনা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।