ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে নানান আয়োজনে রেল সপ্তাহ পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
রাজশাহীতে নানান আয়োজনে রেল সপ্তাহ পালন বেলুন উড়িয়ে রেল সপ্তাহ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী: নানান আয়োজনে রাজশাহীতে রেল দিবস উদযাপিত হয়েছে।  

রোববার (১৫ নভেম্বর) সকালে স্টেশন চত্ত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

 

এ সময় বক্তারা বলেন, এক সময় রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু এখন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে লোকসান কাটিয়ে উঠছে। আগামী ৩০ নভেম্বর প্রধনমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যমুনা নদীর ওপর রেলসেতুর নির্মাণকাজের উদ্বোধণ করবেন। যমুনা নদীর ওপর রেলসেতুর নির্মাণকাজ শেষে এটি চালু হলে পশ্চিমাঞ্চল রেলে অভূতপূর্ব সাফল্য আসবে বলেও জানান তারা।

আলোচনা সভা শেষে রেল সপ্তাহ পালন উপলক্ষে  সবাইকে নিয়ে কেক কাটা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।