সিলেট: সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখই বলা যাচ্ছে না। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এনইউ/আরবি/