ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশা‌লে যাত্রীবা‌হী বা‌সে থাকা ড্রামে নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
ব‌রিশা‌লে যাত্রীবা‌হী বা‌সে থাকা ড্রামে নারীর মরদেহ

ব‌রিশাল: ব‌রিশা‌লের গৌরনদী‌ উপ‌জেলায় যাত্রীবা‌হী বা‌সে থাকা ড্রা‌ম থে‌কে বোরকা প‌রি‌হিত অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত ১১টার দি‌কে বরিশাল মাদারীপুর সীমা‌ন্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়।



পু‌লিশ জা‌নায়, রা‌তে ব‌রিশালের আন্তঃরু‌টে যাতায়াতকা‌রী আরসি প‌রিবহ‌নের এক‌টি বাস ব‌রিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টা‌র্মিনাল থে‌কে ভুরঘাটা‌র উদ্দেশে ছে‌ড়ে যায়। বাস‌টি নগরীর গ‌ড়িয়ারপার এলাকায় এলে এক ব্যক্তি এক‌টি ড্রাম ওই বা‌সে তু‌লে দেন। এসময় ওই ব্যক্তি বা‌সের হেলপার‌কে ব‌লেন তার লোকজন ভুরঘাটা থে‌কে ড্রাম‌টি না‌মি‌য়ে নে‌বে।  

বাস‌টি ভুরঘাটা পৌঁছা‌নোর অনেক সময় পার হ‌য়ে গে‌লেও কেউ ড্রাম নি‌তে আসে‌নি। এক পর্যা‌য়ে বা‌সের সব যাত্রী নে‌মে গে‌লে হেলপার উপায় না পে‌য়ে নি‌জেই ড্রাম‌টি বাস থে‌কে নি‌চে নামান। প‌রে স্থানীয়‌দের সহায়তায় ড্রাম‌টি খু‌লে এক নারীর মরদেহ দেখ‌তে পান।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গৌরনদী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হো‌সেন জানান, ওই নারী এক‌টি বোরকা প‌রি‌হিত ছিল। তার বয়স আনুমা‌নিক ৩০ বছর। শ‌নিবার ময়নাতদ‌ন্তের জন্য মরদেহ শেবা‌চিম হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হ‌বে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. নাইমুল হক।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গৌরনদীর বার্থী এলাকা থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।