ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাসা-বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে ২২টি কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
গাজীপুরে বাসা-বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে ২২টি কক্ষ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন কুদ্দুছ নগর এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, কুদ্দুছ নগর এলাকায় মো. বাবুল হোসেনের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। এক পর্যায়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে ওই  বাসাবাড়ির টিনশেডের ২২টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
আরএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।