ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চোখ কান খোলা রেখে, পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের সুরক্ষায় কাজ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
চোখ কান খোলা রেখে, পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের সুরক্ষায় কাজ করতে হবে

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) নগর বিশেষ শাখার প্রত্যেক সদস্যকে চোখ কান খোলা রেখে, পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের সুরক্ষায় কাজ করার আহবান জানান।  

শনিবার ( ২৮ নভেম্বর)  বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নগর নিরাপত্তা তথা রাষ্ট্রের নিরাপত্তায় ইন্টেলিজেন্স রিপোর্ট যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে সঠিক চিত্র তুলে আনতে হবে।  অনিয়ম, অগ্রহণযোগ্য, দূর্নীতির তথ্য নাশকতাকারী ও অন্তর্ঘাত মূলক কর্মকাণ্ড এড়াতে আগাম তথ্য সরবরাহ করতে হবে, মাদকসেবী ও মাদকবিক্রেতাদের সম্পর্কে আগাম তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

তিনি বলেন, জামিন প্রাপ্ত বা মুক্তি প্রাপ্ত জঙ্গীদের পর্যবেক্ষণ করতে হবে যেন কোনো নাশকতা সৃষ্টি হতে না পারে সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে।  

এসময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর হোসেন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘন্টা, নভেম্বর ২৯, ২০২০

এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।