ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের প্রধান ইভন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের প্রধান ইভন গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবলার রাসেল হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের প্রধান ইভনকে দুই সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ইসদাইর এলাকা থেকে ইয়াবা সেবনের সময় ৫০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার অপর দু’জন হলো- সাদ্দাম ও সাব্বির। ইভন ইসদাইর এলাকার জামাই বাবুর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, ইভনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে বিশাল কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। কিশোরদের নিয়ে ২০১৩ সালের ২২ এপ্রিল বিকেলে ফতুল্লার ইসদাইর বাজার এলাকার ভ্যানচালক আনোয়ার মিয়ার ছেলে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল গোল্ড কাপ টুর্নামেন্টের সেরা গোলকিপার রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ইভনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদকের আরেকটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।