ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন ঘণ্টা পর শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
তিন ঘণ্টা পর শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু ফাইল ফটো

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়া অন্যান্য নৌযান চলাচলও শুরু করেছে।

 

রোববার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে কুয়াশা বাড়তে থাকায় নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।  
এদিকে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি'র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।