ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শুরু হলো ধান-চাল সংগ্রহ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বগুড়ায় শুরু হলো ধান-চাল সংগ্রহ অভিযান

বগুড়া: বগুড়ার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চকসুত্রাপুর এলাকায় এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বগুড়ায় এবার ৫০ হাজার ২৩২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৭ টাকা কেজি দরে ৪৮ হাজার ২৪১ মেট্রিক টন সিদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৯১ মেট্রিক টন আতপ চাল। এছাড়া ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছে থেকে ১১ হাজার ৭৯২ মেট্রিক টন ধানও সংগ্রহ করা হবে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

উদ্বোধন আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।