ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজী সেলিমের পেট্রোল পাম্প ভাঙলো বিআইডব্লিউটিএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
হাজী সেলিমের পেট্রোল পাম্প ভাঙলো বিআইডব্লিউটিএ ফাইল ফটো

ঢাকা: পুরান ঢাকার লালবাগে দখলকরা জমিতে হাজী সেলিমের গড়ে তোলা মদিনা ফিলিং স্টেশনের একাংশ উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত। গত দু’দিন ধরে চলছে বিআইডব্লিউটিএ-এর উচ্ছেদ অভিযান।

সোমবার (৭ ডিসেম্বর) বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। শতাধিক অবৈধ স্থাপনা ভাঙচুরের পর উচ্ছেদ অভিযান দলটি হাজী সেলিমের পেট্রোল পাম্প উচ্ছেদ করে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী বাংলানিউজকে বলেন, গত দু’দিন ধরে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমরা হাজী সেলিমের পেট্রোল পাম্পের কিছু অবৈধ অংশ উচ্ছেদ করেছি। হাজী সেলিমের পেট্রোল পাম্পের যতটুকু আমাদের (বিআইডব্লিউটিএ) সীমানায় পেয়েছি ততটুকু ভেঙে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।