ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
পঞ্চগড়ে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার ...

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্তে অভিযান পরিচালনা করে ৩৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৪৯০ টাকা।

 

সোমবার (০৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও বিওপি টহল দল সীমান্ত পিলার ৪০০/৩ আর থেকে পূর্ব দিকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ছেপড়াঝাড় নামক স্থান থেকে মালিকবিহীন ভাবে ফেনসিডিলগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোধগাঁও বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মো. খাইরুল ইসলামের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল রেখে পালিয়ে যায়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সিও লে. কর্নেল খন্দকার আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এর সঙ্গে কারা জড়িত। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।