ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় পঙ্গু রিকশাচালককে দোকান উপহার দিলেন পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
দুর্ঘটনায় পঙ্গু রিকশাচালককে দোকান উপহার দিলেন পুলিশ সুপার

নোয়াখালী: দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করা এক রিকশাচালককে ব্যবসায়ীক সহায়তা হিসেবে দোকান উপহার দিলেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন।  

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের বাবুলকে এ সহযোগিতা করা হয়।

দুই বছর আগে নিজ এলাকায় রিকশা চালাতে গিয়ে দুর্ঘটনায় আহত হন আবুল খায়ের বাবুল। টাকার অভাবে বিনা চিকিৎসায় বাড়িতে বসে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। তখন এগিয়ে আসে আলোকিত মানবিক অর্গানাইজেশন ও নোয়াখালী জেলা পুলিশ।
 
পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পঙ্গু রিকশাচালককে আর কারো কাছে হাত পাততে হবে না। এই দোকানের আয় দিয়ে তিনি সংসার চালাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।