ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাগরপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
নাগরপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার মো. রফিকুল ইসলাম মিলন

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ভূয়াপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অনিসুর রহমান আনিস বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার চৌধুরী বাড়ী সংলগ্ন প্রাণিসম্পদ কার্যালয়ের ২য় তলার একটি কক্ষে তিনি লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু আদালতে মামলা রয়েছে (মামলা নং ৩৮১/২০)। বিকেলেই টাঙ্গাইল আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।