ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
১৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত

ঢাকা: উড়িষ্যার পারাদ্বীপ উপকূল থেকে উদ্ধার হওয়া ১৯ নাগরিককে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।

বুধবার (৯ ডিসেম্বর) ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

১৯ বাংলাদেশি জেলেকে ভারতের কোস্টগার্ড আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে নিরাপদে বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

সূত্র জানায়, বাংলাদেশি একটি জেলেদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ১০ দিন সমুদ্রে ভাসছিল। নৌকাটি সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার পারাদ্বীপ উপকূলে পৌঁছে। পরে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ বিপর্যস্ত নৌকা থেকে ওই ১৯ বাংলাদেশিকে উদ্ধার করে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, সমুদ্রসীমায় নিকটতম প্রতিবেশী এবং বিপদের বন্ধু প্রথম সাড়া প্রদানকারী হিসেবে বাংলাদেশিদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

আরও পড়ুন: উড়িষ্যার উপকূলে ১৯ বাংলাদেশি জেলে উদ্ধার

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।