ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ৬ কোচিং সেন্টার সিলগালা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
রংপুরে ৬ কোচিং সেন্টার সিলগালা, জরিমানা

রংপুর: সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে কোচিং চালু রাখার দায়ে রংপুরে ৬ কোচিং সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে শতশত শিক্ষার্থী নিয়ে নগরীর বিভিন্ন এলাকায়, রংপুর ক্যাডেট কোচিং, ডা. নাবিল কোচিং, রুবেল কোচিং,আনোয়ার কোচিং, নওশাদ কোচিংসহ ছয়টি কোচিং সেন্টার কার্যক্রম পরিচালনা করছিলো। করোনা সংক্রমণের জন্য দায়ী কার্যক্রমের পরিচালনার দায়ে কোচিং সেন্টার ছয়টি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।