ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
৮ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল আটটা থেকে ফেরি চলাচল শুরু করেছে।

এছাড়া অন্যান্য নৌযান চলাচলও স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে কুয়াশা কেটে গেলে সকাল আটটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। '

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।