ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর চেতনায় উন্নত দেশ গড়ার প্রত্যয় সর্বস্তরের মানুষের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
বঙ্গবন্ধুর চেতনায় উন্নত দেশ গড়ার প্রত্যয় সর্বস্তরের মানুষের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নেতারা, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো এবং সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকার দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বিজয়ের ৫০ বছর পরে এখনও সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই বিজয়কে সুসংহত করতে হলে এ অপশক্তিকে পরাজিত করতে হবে। সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করবো। এটাই আজকের প্রত্যাশা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, স্বাধীনতার পরেও আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধু ছাড়া অসম্পূর্ণ ছিল। জাতির পিতা দেশে ফিরে না এলে স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপ পেত না। তাই এ দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তার প্রতিকৃতিতে সকালে আরও পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এছাড়া বঙ্গবন্ধুর প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে সকাল থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারা। বৈশ্বিক মহামারি করোনাকালেও ফুল, পতাকা, বাহুবন্ধনী আর প্ল্যাকার্ড হাতে এদিন বঙ্গবন্ধুকে ভালোবেসে ছুটে এসেছেন আবালবৃদ্ধবনিতা। হৃদয় নিংড়ানো ভালোবাসায় জানিয়েছেন পরম শ্রদ্ধা। কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।

এ সময় তারা সবাই ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশে মৌলবাদসহ সব অপশক্তি রুখে দেওয়ার প্রত্যয়। সব বৈষম্য দূর করে নারী-পুরুষ নির্বিশেষে এক উন্নত বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছেন বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।