ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশের সম্পদ কাজে লাগাতে পারলে কেউ দাবিয়ে রাখতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
দেশের সম্পদ কাজে লাগাতে পারলে কেউ দাবিয়ে রাখতে পারবে না বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর উদ্বোধন। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশে দু’টি সম্পদ রয়েছে, একটি হলো মানুষ অন্যটি নদী-নালা-খাল-বিল। এ দু’টি সম্পদকে কাজে লাগাতে পারলে কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

সোমবার (১১ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিহাসের মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ঘরে জন্ম নিয়েও মানুষের জন্য, জাতির জন্য কিছু করার চেষ্টা করেছিলেন। যে কারণে তাকে ২৩টি বছর কারাগারে কাটাতে হয়েছিলো। তিনি প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী ছিলেন। জাতিকে তিনি পরাধীনতার শিকল থেকে মুক্তি দিয়েছেন। তার ইচ্ছা শক্তির কারণে তা সম্ভব হয়েছিলো।

মন্ত্রী জানান, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়ে জিপিএ বাড়ালে হবে না। মানুষের মতো মানুষ হতে হবে। এজন্য নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের জিডিপির অর্থনীতির চাকা ঘুরাচ্ছে পর্যটন শিল্প। কিন্তু আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এত সুন্দর হওয়ার পরও আমাদের পর্যটন শিল্প অনেক পিছিয়ে আছে।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে একটি সমস্যা চাকরি। চাকরির পেছনে না দৌড়িয়ে চাকরির বাজার কিভাবে সৃষ্টি করা যায় তার দিকে নজর দিন। নিজের হাতে থাকা ডিজিটাল ডিভাইসটাকে (অ্যান্ড্রয়েড সেট) কাজে লাগান। সরকার বর্তমানে শিক্ষা খাতে বাজেটের হার বাড়িয়েছে। আগে শিক্ষার জন্য আট হাজার কোটি টাকা বাজেট থাকলেও বর্তমানে তা বেড়ে ৮০ হাজার কোটি টাকায় উন্নতি করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বাজেট প্রযুক্তির বিকাশ করার জন্য। আপনি যদি আপনার ইচ্ছে শক্তিতে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে লোক আপনাকে কালান্তরে মনে রাখবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে তরুণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তা আগামী ১৫ বছর পর্যন্ত বাড়বে। এ উপযুক্ত সময়ে তরুণ সমাজকে কাজে  লাগাতে হবে।

বক্তব্যের শুরুতে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, দেশের জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি ৩০৫ পদাদিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ইফতেকুর রহমান (পিএসসি), রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এবং রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নেজামী। বক্তব্য শেষে পায়রা ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর শুভ সূচনা করেন অতিথিবর্গ।

এ অ্যাডভেঞ্জারে বিভিন্ন ইভেন্টে ১০০ জন প্রতিযোগী (১৮-৩৫ বছর) অংশ নিচ্ছেন। এর মধ্যে রাঙামাটি জেলা থেকে ২০ জন,  খাগড়াছড়ি থেকে ১৫ জন, বান্দরবান থেকে ১৫ এবং বাকি ৫০ জন দেশের অন্যান্য জেলা থেকে। ১১ জুন-১৫ জুন পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।