ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
নারায়ণগঞ্জে সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান

নারায়ণগঞ্জ: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধের দায়ে নারায়ণগঞ্জে সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারির কারখানায় এ অভিযান চালালো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যাতিস্বর পাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, সদর উপজেলা খাদ্য পরিদর্শক শাহজাহান হালদার প্রমুখ।  

খাদ্য অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা আমিনুল ইসলাম সুমন বাংলানিউজকে জানান, কারখানায় অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, খাবার তৈরিতে রঙ ও ক্যামিকেল মিশ্রনের দায়ে সুগন্ধা বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।