ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
রাজস্থলীতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক আটক উসিংমং মারমা

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে অস্ত্রসহ উসিংমং মারমা ( ২৪) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহামদ খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

উসিংমং মারমা উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যাপাড়া বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন যাবত জেএসএস কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

ওসি মফজল আহামদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ জানুয়ারি) দিনগত রাতে রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নে জেএসএস’র আস্তানায় অভিযান চালিয়ে উসিংমং মারমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি কার্তুজ বন্দুক, নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপড় জব্দ করা হয়। আটক ব্যক্তিকে এখনো হস্তান্তর করা হয়নি পুলিশের কাছে। হস্তান্তর করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।