ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করুন বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. জাকির হোসেন মজুমদার বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করুন। করোনার টিকা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করুন।

 

সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় রিক্সা চালক, শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বরিশাল নগরীর সড়ক গুলোকে যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নেতৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বরিশাল নগরীর আমতলার মোড়, সদর রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএমপি ট্রাফিক পুলিশের টি আই (এডমিন) মো. রবিউল ইসলাম, টি আই আ. রহিম, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, সার্জেন্ট শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।