ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কক্সবাজারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

কক্সবাজার: কক্সবাজার জেলায় ১০৫টি ইটভাটার মধ্যে অবৈধ ৬২টি ইটভাটা বন্ধ করতে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১১ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে রামু উপজেলার তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি একটি ভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা  হয়েছে।

রামু উপজেলার ইটভাটাগুলো হচ্ছে: জামাল হোসেনের মালিকানাধীন বিবিএম ব্রিকস, নুরুল আলমের এনআরবি ব্রিকস ও হামিদুল হকের মালিকানাধীন হক ব্রিকস। এ তিনটি ভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি হক ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ।

বিকেল কক্সবাজার পরিবেশ অধিদপ্তের পরিদর্শক মো. মঈনুল হক বাংলানিউজকে জানান, এখনও অভিযান চলছে। এ পর্যন্ত তিনটি ভাটায় অভিযান চালানো হয়েছে।  

তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজারের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, কক্সবাজারে তিনভাগের দুইভাগ ইটভাটা অবৈধ। পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে এসব ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে। এসব ইটভাটা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। কিন্তু স্থানীয় প্রশাসন এসব ইটভাটা বন্ধে আন্তরিক ছিলেন না।

অভিযানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।