ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিটিআরসির কমিশনার হলেন শহীদুজ্জামান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বিটিআরসির কমিশনার হলেন শহীদুজ্জামান

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান।

সোমবার (১১ জানুয়ারি) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে শহীদুজ্জামানকে তিন বছরের জন্য এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুজ্জামান। এ পদ থেকেই অবসরে যান তিনি।

বিটিআরসিতে কমিশনারের পাঁচটি পদ রয়েছে। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান ও একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

গত ১৪ ডিসেম্বর বিটিআরসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।