ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় শীতার্তদের কম্বল উপহার দিলো বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সাটুরিয়ায় শীতার্তদের কম্বল উপহার দিলো বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের দেওয়া কম্বল শীতার্তদের হাতে তুলে দেন জেলা প্রশাসক, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের দুস্থ শীতার্ত জনগণকে কম্বল উপহার দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে তিল্লি উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক দুস্থ মানুষের হাতে এসব কম্বল তুলে দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আশরাফুল আলম, তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরছালিন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাক খান, ব্র্যাক কর্মকর্তা মো. আবু হানিফ, তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম ভূইয়াসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।