ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে তক্ষকসহ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
করিমগঞ্জে তক্ষকসহ প্রতারক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুইটি তক্ষকসহ মতিউর রহমান (৩৬) নামে এক প্রতারককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান এ তথ্য জানান।


 
এর আগে, সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।   আটক মতিউর রহমান (৩৬) ওই এলাকার মৃত আ. গফুরের ছেলে।  

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মতিউর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি তক্ষকসহ নগদ ২১ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
 
আটক মতিউর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তক্ষকগুলো তিনি রাঙ্গামাটি থেকে সংগ্রহ করতেন। তক্ষকগুলো ৪০ হাজার টাকা মূল্যে ক্রয় করে প্রতিটি তক্ষক ৫ লাখ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী করিমগঞ্জ থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।