ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) রাতে ফতুল্লার ভূইঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাকিব ফতুল্লার ভূইঘর এলাকার মোশারফ হোসেনের ছেলে।  

এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, রাকিব ও শিশুর পরিবার ফতুল্লার ভুইঘরে একই বাড়িতে ভাড়া থাকেন। শনিবার রাতে শিশুটি টয়লেট থেকে ঘরে যাওয়ার সময় রাকিব তার ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন রাতেই মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করে রাকিবের ঘর থেকে শিশুটিকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর রাত দেড়টার দিকে শিশুটির জ্ঞান ফিরলে তার বাবা-মাকে ধর্ষণের বিষয় জানান। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ধর্ষণের অভিযোগে রাকিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।