ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয় পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয় পেশ

ঢাকা: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসার কাছে সেদেশে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম  আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

পরিচয়পত্র পেশের পর হাইকমিশনার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।

এসময় তারা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেন।

সোমবার (১১ জানুয়ারি) রাতে কলম্বোর বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। একইসঙ্গে তিনি গোটাবায়া রাজাপাকসাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

হাইকমিশনার তারেক রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসাকে শ্রীলঙ্কার আর্থ-সামাজিক উন্নয়নের নেতৃত্ব প্রদানের পাশাপাশি কোভিড -১৯ মহামারীকে কার্যকরভাবে মোকাবেলার জন্য সাধুবাদ জানান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার দু’দেশের মধ্যকার বন্ধনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ বিষয়ে  শ্রীলঙ্কা সরকারের সমর্থন চান।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন করেছে তা  শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং কোভিড মোকাবেলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), নৌ-পরিবহণ সংযোগ বাড়ানো, কোস্টাল শিপিং চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ বৃদ্ধি, ওষুধ খাতে সহযোগিতা ইত্যাদি বিষয়েও আলোচনা করেন তারা।

রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা হাইকমিশনারকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোভিড-১৯ মহামারী মোকাবেলায় শ্রীলঙ্কার অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কৃষি ও কৃষিভিত্তিক পণ্য, আঞ্চলিক পর্যটন, বাণিজ্য-বিনিয়োগ, আইসিটি, উচ্চ প্রযুক্তি শিল্প এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অভিমত দেন।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণাওয়ার্দনে, রাষ্ট্রপতির সচিব ড. পিবি জয়সুন্দেরা এবং পররাষ্ট্র সচিব এডমিরাল প্রফেসর জয়নাথ কলম্বাগে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
টিআর/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।