ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনী পৌরসভার মেয়র প্রার্থীর ছিনতাই হওয়া রিভলবার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
গাংনী পৌরসভার মেয়র প্রার্থীর ছিনতাই হওয়া রিভলবার উদ্ধার

মেহেরপুর: গাংনী পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলামের ছিনতাই হওয়া রিভলবার পাঁচ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

সোমবার (১১ জানুয়ারী) রাতে গাংনী পৌর সভার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের গোরস্থানপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়ির পাশ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি রিভলবারটি উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, বিকেল থেকেই পুলিশের একটি টিম মেয়র আশরাফুল ইসলামের রিভলবারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল। পরে রাতে তা উদ্ধার করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, সোমবার দুপুর দুইটার দিকে তিনি ও সমর্থকরা শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে এবং তার ব্যক্তিগত রিভলবার (৭.৬ ক্যালিবার) ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।

আশরাফুল ইসলামের কাছ থেকে ছিনিয়ে নেয়া পিস্তলটি ঘটনার ৮ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ। পিস্তল উদ্ধার কাজে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, গাংনী থানার ওসি বজলুর রহমান ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি টিম।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, পিস্তল ছিনিয়ে নেয়ার পর থেকে শিশিরপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত ছিল। অবশেষে পিস্তল, ১টি ম্যাগজিন ও পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় পুলিশের একটিদল উপস্থিত ছিল।

** গাংনীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা, আহত ১০

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।