ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে আটক ৩

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পিএম/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।